বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ Thursday 28th March 2024

বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০

Thursday 28th March 2024

প্রচ্ছদ প্রতিবেদন

জলবায়ু পরিবর্তনের অজুহাতে বন্যার দায় এড়ানো যায় না

২০২২-০৭-০৬

দৃকনিউজ প্রতিবেদন

অবকাঠামোগত উন্নয়নে অব্যবস্থাপনার কারণেই দেশে বন্যার তীব্রতা বেড়েছে বলে মত দিয়েছেন নদ-নদী ও পানি বিশেষজ্ঞরা। একইসাথে রয়েছে আন্তসীমান্ত নদ-নদী ব্যবস্থাপনায় আন্তদেশীয় উদ্যোগের অভাব ও জলবায়ু পরিবর্তন।

 

এসব ক্ষেত্রে সুষ্ঠু ব্যবস্থাপনার পদক্ষেপ না নেয়া হলে প্রতিবছরই বন্যার তীব্রতা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের।  

 

বাংলাদেশের একটা বড় অঞ্চল বন্যায় আক্রান্ত। বন্যায় ডুবে আছে ভারতের আসাম ও মেঘালয়ের বিশাল জনপদও।  

 

বাংলাদেশের একটা বড় অঞ্চল বন্যায় আক্রান্ত। বন্যায় ডুবে আছে ভারতের আসাম ও মেঘালয়ের বিশাল জনপদও।  

 

বলা হচ্ছে, ভারতের মেঘালয়ের উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং অতিরিক্ত বৃষ্টিপাতে বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জসহ বেশ কয়েকটি অঞ্চলে হঠাৎ বড় বন্যার সৃষ্টি হয়েছে।  

 

তবে নদী ও পানি বিশেষজ্ঞদের মতে, ভারতের আসাম ও মেঘালয়ে বনাঞ্চল উজাড় এবং খনিজ সম্পদ আহরণের কারণে, বাংলাদেশ-ভারত আন্তঃসীমান্ত নদ-নদী ও জলাভূমিগুলোর পানি ধারন ও বহন ক্ষমতা বিপুল হারে হ্রাস পেয়েছে।  

 

দেশের জেলা-উপজেলাগুলোতে প্রাকৃতিক জলাশয় ও জলাভূমি হারিয়ে যাচ্ছে। ভৌত অবকাঠামো নির্মাণ, নদী শাসন ও দখল বন্যার অন্যতম আরেকটি কারণ। 

 

এসবের ধারাবাহিকতায় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে বাংলাদেশ।