মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ Tuesday 27th January 2026

মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২

Tuesday 27th January 2026

প্রচ্ছদ

দিনমজুর মনিকার চোখে আগুন আর কান্না

২০২২-০৮-২৩

দৃকনিউজ প্রতিবেদন

  

"এমন সরকারের দরকার কী আছে?" বাজার পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মনিকা। তার সাথে দেখা হলো রায়েরবাজারের দিনমজুরের হাটে। মনিকার ক্রোধ আর হতাশা সেখানে উপস্থিত প্রত্যেক শ্রমিকেরই জীবনের বাস্তবতা। দুই বিদ্যালয় পড়ুয়া মেয়েকে নিয়ে দিন আর কাটছে না মনিকার।