DrikNEWS | যাদের যোগসাজশে বিস্ফোরণ তাদের শাস্তি হবে না কেন? DrikNEWS
শুক্রবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ Friday 23rd May 2025

শুক্রবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২

Friday 23rd May 2025

প্রচ্ছদ প্রতিবেদন

যাদের যোগসাজশে বিস্ফোরণ তাদের শাস্তি হবে না কেন?

২০২২-০৬-২৮

দৃকনিউজ প্রতিবেদন

বিশ্লেষকদের মতে, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনা কোনো দুর্ঘটনা নয়, এটি ‘কাঠামোগত হত্যাকাণ্ড’।

 

বিএম কনটেইনারের ডিপো ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রেই দায়িত্বহীনতা ও সমন্বয়হীনতা ছিল বলেও মনে করেন তারা।  

 

তাদের মতে, এক একটি দুর্ঘটনার প্রেক্ষাপটে বিদ্যমান আইনগুলো সংস্কার ও সমন্বয় করা জরুরি।

 

তদারকির দায়িত্বে যারা ছিল তাদেরকে জবাবদিহিতায় আনার মত আইন প্রণয়নের তাগিদ বিশ্লেষকদের।