মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ Tuesday 27th January 2026

মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২

Tuesday 27th January 2026

প্রচ্ছদ

শহুরে জীবনে জুম্ম নববর্ষের স্মৃতিচারণ

২০২২-০৪-১৪

দৃকনিউজ প্রতিবেদন

বিঝু, বিষু, বিহু, চাংক্রান, সাংগ্রাই, বৈসুসহ আরও নানা নামে দেশে নববর্ষ উদ্‌যাপন করেন পার্বত্য অঞ্চলের আদিবাসীরা। পাহাড়জুড়ে পাখির ডাক, বহমান বাতাস ও নানা রঙের পাহাড়ি ফুলের ঘ্রাণে ছড়িয়ে পড়ে নতুন বছরের আগমনী বার্তা। পাহাড়ে বর্ষবরণ মানে জুমচাষ, উপাসনা, ফুল সংগ্রহ, বিশেষ খাবার, ঐতিহ্যবাহী খেলাধুলা, সব মিলিয়ে মিলনমেলা। তবে জীবিকার তাগিদে বাড়ি যেতে না পারলে, নাগরিক জীবনে নববর্ষ উৎসবের সকল আনন্দই অনুপস্থিত থেকে যায়। তাই বর্ষবিদায় ও বরণের স্মৃতিচারণ তাদের।