মঙ্গলবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ Tuesday 21st May 2024

মঙ্গলবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১

Tuesday 21st May 2024

প্রচ্ছদ প্রতিবেদন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ করায় পুলিশি হামলা

২০২২-০৮-০৭

দৃকনিউজ প্রতিবেদন

                  

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শাহবাগে আন্দোলনরত বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে পুলিশ। আন্দোলনকারীরা জানান, পুলিশি হামলায় প্রায় ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

 

জ্বালানি খাতে নৈরাজ্যের প্রতিবাদে গত শনিবার, ৬ আগস্ট বিকাল থেকে শাহবাগে গণ অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। একই দাবিতে পাশাপাশি অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় প্রগতিশীল ছাত্র সংগঠনসহ বিভিন্ন সংগঠন। 

 

 

সংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলা চালিয়েছে পুলিশ। পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা। সোমবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ডেকেছে ছাত্র সংগঠনগুলো।

Your Comment