মঙ্গলবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ Tuesday 21st May 2024

মঙ্গলবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১

Tuesday 21st May 2024

সংস্কৃতি পথে পথে

মরুভূমির তীব্র রোদে কন্যার গানই পিতার শান্তির পরশ

২০২২-০৭-২১

দৃকনিউজ প্রতিবেদন

 

মরুভূমির তীব্র রোদে কন্যার গানই পিতার শান্তির পরশ…

 

গ্রামে গ্রামে ঘুরে গান গাওয়া। গানই জীবন। শুধু গানকে ভালোবেসে জীবনে অনেক কিছুই করা হয়নি রাজা মিয়ার। সাধ আর সামর্থ্য মধ্যে বিশাল ফারাক, জীবিকার প্রয়োজনে রাজা মিয়া আজ মধ্যপ্রাচ্যের নির্মাণ শ্রমিক।

 

বাবা রাজা মিয়ার সাধ পূরণের করছেন মেয়ে লামিয়া আক্তার। অর্থের দৈন্যতায় তারও কখনো গানের স্কুলে যাওয়া হয়নি। কাজ শেষে রাতে প্রবাসী বাবা মেয়েকে গানের সুর তুলে মোবাইল ফোনে রেকর্ড করে পাঠান। প্রতিদিন সকালে সেই গান শুনে শুনে গান শেখা লামিয়ার।

 

“কামের ফাঁহে যহন লামিয়ার গান হুনি, আমার কলিজা ঠান্ডা অয় । মাইয়াডারে শুধু গানই শিকাইতে চাই”

 

জল ছলছল চোখে লামিয়া বলল লক্ষ্য তার একটাই, বাবার অপূর্ণ সাধ তাকে পূরণ করতে হবে। বাবাকে আবারও ফিরিয়ে আনতে হবে তার গানের জীবনে।

 

লোডশেডিংয়ের রাতে মোমবাতির আলোয় ধরণ করা লামিয়ার গান দৃকনিউজের পাঠকদের ভালো লাগবে আশা করি।

Your Comment