সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ Monday 3rd November 2025

সোমবার ১৯শে কার্তিক ১৪৩২

Monday 3rd November 2025

প্রচ্ছদ

বুড়িগঙ্গার শেষ রাখাল

২০২৩-০২-০৪

সৈয়দ সাইফুল আলম

      

 

গত বর্ষাটিই ছিলো বুড়িগঙ্গার এই প্রাচীন ধারাটির শেষ বর্ষা। এর অনেকগুলো প্লটই ভরাট করে বিক্রি করে দেওয়া হয়েছে। যেটুকু বাকি আছে, সেটিও দিন পনেরো পরে ভরাট করা শুরু হবে। বুড়িগঙ্গার একটি ধারা দখলের অবিশ্বাস্য নির্মম এই গল্পটি দৃকনিউজে দেখুন আগামী মঙ্গলবার রাত ৮টায়।