শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ Saturday 20th April 2024

শনিবার ৭ই বৈশাখ ১৪৩১

Saturday 20th April 2024

প্রচ্ছদ প্রতিবেদন

আলোকচিত্রের লড়াই অবিরাম রাখবে দৃক

২০২২-০৯-০৫

দৃকনিউজ প্রতিবেদন

   

বাংলাদেশকে বিশ্বমঞ্চে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের লক্ষ্যে ৩৩ বছর আগে যাত্রা শুরু করে আলোকচিত্রীদের অধিকার প্রতিষ্ঠা ও আলোকচিত্র সংরক্ষণভিত্তিক প্রতিষ্ঠান দৃক।

নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে ৩৩ বছর ধরে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে ছবির মাধ্যমে লড়াই চালিয়েছে দৃক। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণী আলোকচিত্রী অমিয় তরফদারের মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন ছবি নিয়ে ‘দ্যা লং জার্নি হোম’ প্রদর্শনীসহ নানবিধ আয়োজন করেছে দৃক কর্তৃপক্ষ।
 
প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোকচিত্রী শহিদুল আলম, দৃকের মহাব্যবস্থাপক এ এস এম রেজাউর রহমান ও গবেষক মেঘনা গুহঠাকুরতা।

রাজধানীর পান্থপথে দৃকপাঠ ভবনে দৃকের প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন আয়োজন চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।