রবিবার ২২শে বৈশাখ ১৪৩১ Sunday 5th May 2024

রবিবার ২২শে বৈশাখ ১৪৩১

Sunday 5th May 2024

প্রচ্ছদ প্রতিবেদন

উৎসাহী জনতা আগুন নেভাতে সাহায্যও করেছে

২০২৩-০৪-১১

তৌফিক হোসাইন মবিন

 

বঙ্গবাজারে আগুন নেভানো কঠিন হয়েছে পানির সহজলভ্য উৎস পাওয়া যাচ্ছিল না বলে। ঘটনাস্থলে জড়ো হওয়া উৎসাহী জনতা স্বেচ্ছাসেবক হিসেবে শ্রম দিয়ে পানির লাইন টেনে নিয়ে গিয়েছেন, যাতে সেখানে দ্রুত পানি সরবরাহের লাইন চালু করা যায়। অথচ, অগ্নিকান্ডের ঘটনার দায়ভারের ব্যাপারে আলোচনা না করে, দোষারোপের একতরফা ভাগিদার করা হয়েছে উৎসাহী জনতাকেই। এদিকে, এই ঢাকা শহরেই অজস্র পুকুর ও জলাশয় প্রশাসনের সহযোগিতা, উদাসীনতা কিংবা নীরবতায় দখল হয়েছে। দৃকনিউজের এই ভিডিও প্রতিবেদনটিতে বঙ্গবাজারে অগ্নিকান্ডের দিন স্বেচ্ছাসেবকরা কি কাজ করেছেন, অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের সন্দেহ, ব্যবসায়ীদের বিবৃতিতে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের মার্কেটকে ঘিরে কর্মকান্ড, বিভিন্ন অভিযোগকে ঘিরে ফায়ার সার্ভিসের বক্তব্য ইত্যাদি বিশদভাবে উঠে এসেছে।

Your Comment