মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ Tuesday 27th January 2026

মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২

Tuesday 27th January 2026

প্রচ্ছদ

ট্রাক চালকদের মানবেতর জীবন ঘুম, পায়খানা-প্রস্রাব কিংবা গোসলের সুযোগও রাখেননি মেয়ররা

২০২৩-০৩-২৯

আবু রায়হান খান

 

দিনের পর দিন পরিবার-পরিজন থেকে দূরে থাকেন ট্রাক চালকরা। পথেই তাদের থাকা-খাওয়া, পথেই ঘুম, পথেই গোসল ও পরিস্কার পরিচ্ছন্ন থাকার সাধ্যমত চেষ্টা। ধূলার ঝরে বিধ্বস্ত কিংবা ভাঙাচোরা রাস্তায় ক্লান্ত অথবা যানজটে আটকা থেকে বসে বসেই একটুখানি ঘুমিয়ে নেয়া ট্ক চালকদের জীবনকে আরেকটু মানবিক করার কোন উদ্যোগ কি সরকার কিংবা স্থানীয় কর্তৃপক্ষের দিক থেকে দেখা যায়?