মঙ্গলবার ৩১শে আষাঢ় ১৪৩২ Tuesday 15th July 2025

মঙ্গলবার ৩১শে আষাঢ় ১৪৩২

Tuesday 15th July 2025

সংস্কৃতি আয়োজন

দৃকে পার্বত্য চলচ্চিত্র উৎসব

২০২২-০২-২৮

দৃকনিউজ প্রতিবেদন

২৬ থেকে ২৮ নভেম্বর ২০২১ দৃকপাঠ ভবনে আয়োজিত হয় হিল ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম ঢাকা আসর। তিন দিন ব্যাপী এই উৎসবে দেখানো হয় ১৮টি আদিবাসী চলচিত্র। প্রতিদিনের প্রদর্শনীর শেষে ছিল আলোচনা অনুষ্ঠান। এভাবে নির্মাতাদের সাথে শ্রোতাদের সরাসরি যোগাযোগের মধ্য দিয়ে পুরো আয়োজনটি একটি নতুন মাত্রা লাভ করে। ৫ম হিল ফিল্ম ফেস্টিভ্যালের এই প্রথম ঢাকা সংস্করণটি আয়োজিত হয় জুম্ম ফিল্ম ফোরাম, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট এবং দৃক ট্রাস্ট-এর যৌথ উদ্যোগে