DrikNEWS | স্বাধীনতা দিবসে বাংলাদেশের পুরনো বন্ধু স্টিভ মিনকিনের বিশেষ সাক্ষাৎকারের নির্বাচিত অংশ DrikNEWS
বুধবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ Wednesday 21st May 2025

বুধবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২

Wednesday 21st May 2025

প্রচ্ছদ প্রতিবেদন

স্বাধীনতা দিবসে বাংলাদেশের পুরনো বন্ধু স্টিভ মিনকিনের বিশেষ সাক্ষাৎকারের নির্বাচিত অংশ

২০২৩-০৩-২৬

দীপান্বিতা কিংশুক ঋতি

স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার কয়েক দিন পর বাংলাদেশে এসেছিলেন কবি এবং জনস্বাস্থ্য ও সবুজকর্মী স্টিভ মিনকিন। যুক্তরাষ্ট্রের নাগরিক তিনি। তারপর থেকেই, অর্থাৎ সেই সত্তরের দশক থেকেই তিনি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দৃকনিউজে প্রচারিত হলো তাঁর বিশেষ সাক্ষাৎকারের নির্বাচিত অংশ।