DrikNEWS | দিনমজুর মনিকার চোখে আগুন আর কান্না DrikNEWS
শুক্রবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩২ Friday 16th May 2025

শুক্রবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩২

Friday 16th May 2025

প্রচ্ছদ প্রতিবেদন

দিনমজুর মনিকার চোখে আগুন আর কান্না

২০২২-০৮-২৩

দৃকনিউজ প্রতিবেদন

  

"এমন সরকারের দরকার কী আছে?" বাজার পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মনিকা। তার সাথে দেখা হলো রায়েরবাজারের দিনমজুরের হাটে। মনিকার ক্রোধ আর হতাশা সেখানে উপস্থিত প্রত্যেক শ্রমিকেরই জীবনের বাস্তবতা। দুই বিদ্যালয় পড়ুয়া মেয়েকে নিয়ে দিন আর কাটছে না মনিকার।