শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ Friday 26th April 2024

শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১

Friday 26th April 2024

প্রচ্ছদ জীবন যেমন

গরীবের ওএমএসের চাল নিয়ে বিস্তর অভিযোগ

২০২২-১০-৩০

দৃকনিউজ প্রতিবেদন

    

রাজধানীর ওএমএস এর স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রির ট্রাকগুলো ঘিরে ক্রমেই মধ্যবিত্তের ভিড় বাড়ছে। গরিব মানুষদের জন্য মাথাপিছু ৫ কেজি চাল ও ২ কেজি আটা বিক্রির কথা বলা হলেও এ লাইনের বড় অংশই আজকাল মধ্যবিত্তের দখলে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় বলে শ্রমজীবী মানুষের অনেকেই কাজ ফেলে ওএমএসের লাইনে দাঁড়াতে পারেন না। এ কারণেও বাজার দরের অনেক কম দামে চাল মিললেও তারা ওএমএসের সুবিধা নিতে পারেন না। সকাল থেকে রোদ বৃষ্টি উপেক্ষা করেই মানুষ এখন লাইন ধরে ওমএমএসের ট্রাকের অপেক্ষায় থাকেন। কোথাও কোথাও গাড়ি আসার ঘন্টা কয়েক আগ থেকে বোতল ইট লাঠি, হাতে নাম্বার লিখে সিরিয়াল রাখা হয়। এত কিছুর পরেও একটা বড় অংশের মানুষই চাল, আটা না পেয়ে ফিরে যান। তবে দাপটওয়ালা লোকজনের কথা আলাদা। তাদের লাইন ধরতে হয় না। ওরা বস্তা বস্তায় চাল, আটা নিয়ে যান, বিশেষ ব্যবস্থায়। খাদ্যসংকটের এই ভয়ঙ্কর সময়ে গরিব মানুষের খাবারটুকু নিয়েও এভাবে চলছে দুর্নীতির রাজত্ব।

Your Comment