মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ Tuesday 27th January 2026

মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২

Tuesday 27th January 2026

প্রচ্ছদ

"ওয়ার্ল্ড প্রেস ফটো শুধুমাত্র সেখানেই প্রদর্শন করা যায় যেখানে সেন্সরশিপ নেই"

২০২২-১১-০৩

আলোকচিত্রী শহিদুল আলমের বিশেষ সাক্ষাৎকার

    

৪ - ২১ নভেম্বর দৃক গ্যালারিতে প্রদর্শীত হতে যাচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফটো এক্সিবিশন। দুনিয়া জোড়া আলোচিত্রীদের সেরা ছবির মেলা বসবে এই প্রদর্শনীতে। 

দৃক পিকচার লাইব্রেরি, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট এবং মেজরিটি ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা শহিদুল আলম দৃকনিউজের সাথে কথা বলেছেন আয়োজনটির নানান দিক নিয়ে।


আলাপচারিতায় শহিদুল আলম কথা বলেছেন
আয়োজন হিসেবে ওয়ার্ল্ড প্রেস ফটো প্রদর্শনী কেন  গুরুত্বপূর্ণ,
আলোকচিত্রে পৃথিবীকে পাশ্চাত্যের চোখ দিয়ে দেখার প্রবণতাটা এখনও কতটুকু শক্তিশালী,
প্রযুক্তির অগ্রগতি আলোকচিত্রের বিশ্বমঞ্চের ক্ষমতা কাঠামোয় কতটুকু বদল এনেছে, শিল্পমাধ্যম হিসেবে আলোকচিত্রের বিকাশে দৃকের বিশেষ অর্জনগুলো কী, এবারের প্রদর্শনী নতুন শিল্পমাধ্যম ও ধারণাগুলোকে কতটুকু আত্মীকৃত করেছে, এবং আরো নানান প্রসঙ্গ নিয়ে। 

এত বড় এই প্রদর্শনী কেন দৃকের বাইরেও আয়োজন করা হলো না , সেই আলাপে উঠে এসেছে বাংলাদেশে বাকস্বাধীনতার পরিস্থিতিও। সাক্ষাৎকার নিয়েছেন আবু রায়হান খান।