শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩২ Friday 25th July 2025

শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩২

Friday 25th July 2025

প্রচ্ছদ প্রতিবেদন

ইসলামী ব্যাংক লুট করতে যা যা করা দরকার, তার সবই করেছে বর্তমান সরকার

২০২৩-০১-২৯

রাকিবুল হক রনি

সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এত বড় আকারে একের পর এক ব্যাংক লুট করা সম্ভব হত না বলে মনে করেন অধ্যাপক আনু মুহাম্মদ। তার মতে, দুর্নীতির পথকে অবারিত করে যে সরকার, তাকে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বলা যায় না। ইসলামী ব্যাংককে লুট করতে যা করা দরকার, সরকার তার সবই করেছে বলে মনে করেন তিনি। তিনি এও মনে করেন যে, ঋণখেলাপী ও দুর্নীতিবাজদের প্রতি প্রধানমন্ত্রীর সহানুভূতির কারণেই এসব ঘটনার যথাযথ তদন্ত হয় না।