DrikNEWS | আইনের তোয়াক্কা না করে ধানমন্ডিতে সিটি কর্পোরেশনের অবাধ বৃক্ষ নিধন DrikNEWS
রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ Sunday 25th May 2025

রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২

Sunday 25th May 2025

প্রচ্ছদ প্রতিবেদন

আইনের তোয়াক্কা না করে ধানমন্ডিতে সিটি কর্পোরেশনের অবাধ বৃক্ষ নিধন

২০২৩-০২-০২

ফামিহা সুহরোওয়ার্দ্দী

        

সম্প্রতি ধানমন্ডি সাতমসজিদ সড়কের সড়কদ্বীপ উন্নয়নের নামে আবাহনী মাঠের বিপরীতে স্টার কাবাব থেকে জিগাতলা পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক গাছ কেটে ফেলা হয়েছে।
"আমি গাছ, আমিও নাগরিক", "গাছ হত্যা বন্ধ কর" এমন নানারকম স্লোগান দিয়ে ধানমন্ডীর ছোট শিশু থেকে শুরু করে বয়জেষ্ঠ্যরা তুলেছেন তাদের জোরালো কন্ঠ ।