শনিবার ৮ই চৈত্র ১৪৩১ Saturday 22nd March 2025

শনিবার ৮ই চৈত্র ১৪৩১

Saturday 22nd March 2025

প্রচ্ছদ প্রতিবেদন

রাজধানীর বসিলাতে গুদামে আগুন, পুড়ে ছাই বস্তির ঘরবাড়ি

২০২৩-০২-১৪

দৃকনিউজ প্রতিবেদন

          

বসিলার গার্ডেন সিটির নয় নম্বর সড়কে আজ সকাল সাড়ে বারোটায় আগুন লাগে। এখানে একটি পাট, ফোম ও প্লাস্টিক পণ্যের গুদাম ছিল বলে স্থানীয়দের সাথে আলাপে জানা যায়। আসাদ গেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। গুদামটির অনুমোদন বা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, এ নিয়ে উপস্থিত গুদাম কর্মীরা তথ্য দিতে পারেননি। তবে তারা দাবি করেন পাশের একটি ভবনে ওয়েল্ডিং এর কাজ হচ্ছিল, সেখান থেকে ছিটকে আসা স্ফুলিঙ্গ থেকেই আগুনের সূত্রপাত। আগুনে কোন হতাহতের ঘটনা না ঘটলেও গুদামটির পাশাপাশি বেশ কিছু নিম্নবিত্ত মানুষের বসতবাড়ি পুড়ে গিয়েছে।

Your Comment