DrikNEWS | "সম্পূর্ণ অস্বচ্ছ উপায়ে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে" DrikNEWS
রবিবার ১৪ই বৈশাখ ১৪৩২ Sunday 27th April 2025

রবিবার ১৪ই বৈশাখ ১৪৩২

Sunday 27th April 2025

বহুস্বর বৈঠকি

"সম্পূর্ণ অস্বচ্ছ উপায়ে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে"

২০২৩-০২-১৮

দৃকনিউজ বৈঠকিতে সালেক সুফী
সাক্ষাৎকার নিয়েছেন সামিয়া রহমান প্রিমা

জ্বালানি বিশেষজ্ঞ সালেক সুফী বলেন, “প্রধানমন্ত্রীর দপ্তরের উচ্চপদস্থ দুইজন কর্মকর্তার প্রভাবে সম্পূর্ণ অস্বচ্ছ উপায়ে আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে।" বিপিডিবি ও আদানি গ্রুপের চুক্তি প্রসঙ্গে তিনি প্রশ্ন রাখেন, আদানি গ্রুপ বাংলাদেশকে কেন গিনিপিগ হিসেবে ব্যবহার করবে? বাংলাদেশের ওপর ভারতের আধিপত্যের কারণেই এই চুক্তি হয়েছে বলে মত দিয়েছেন সালেক সুফী।

Your Comment