DrikNEWS | আমার আশা ছিল যে ৩০০ লেখকের পক্ষেই রায়টা যাবে DrikNEWS
রবিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২ Sunday 18th May 2025

রবিবার ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩২

Sunday 18th May 2025

প্রচ্ছদ প্রতিবেদন

আমার আশা ছিল যে ৩০০ লেখকের পক্ষেই রায়টা যাবে

২০২৩-০২-১৮

রাকিবুল হক রনি

অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল দেওয়া-না দেওয়া নিয়ে নাটকীয়তার শেষ নেই! হাই কোর্ট শর্তসাপেক্ষে প্রকাশনীটিকে বইমেলায় স্টল দেওয়ার নির্দেশ দিলেও বাংলা একাডেমী এই আদেশের বিরুদ্ধে আপিল করে। আপিলের প্রথম শুনানিতে রায় না এলেও প্রধান বিচাপতির সমন্বয়ে গঠিত ৩ সদস্যের আপিল বিভাগ পরবর্তীতে হাই কোর্টের রায় স্থগিত করে। ৩টি বই প্রকাশ করার কারণে আদর্শকে এই ভোগান্তির মধ্য দিয়ে যেতে হচ্ছে - আগেই জানিয়েছিলেন আদর্শের স্বত্ত্বাধিকারী মাহবুবুর রহমান। আবারও তিনি মুখোমুখি হয়েছেন দৃকনিউজের। আপিল বিভাগের সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন প্রতিক্রিয়া, কথা বলেছেন বাংলাদেশে প্রকাশনা সংস্থার ভবিষ্যত নিয়ে।