বুধবার ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ Wednesday 31st May 2023

বুধবার ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০

Wednesday 31st May 2023

প্রচ্ছদ প্রতিবেদন

বিস্ফোরণের তীব্র ঝুঁকি নির্বিকার প্রশাসন

২০২৩-০৩-১৯

আবু রায়হান খান

গুলিস্তান, সাইন্সল্যাব, মগবাজার, চুরিহাট্টা, লালবাগ, তেজগাঁও, গুলশান, সীতাকুণ্ড কিংবা রোহিঙ্গা ক্যাম্প। সমগ্র বাংলাদেশ যেন সম্ভাব্য অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। এক একটি অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পর অসংখ্য হতাহতের খবর আসে, ঘটে বিপুল সম্পদহানি। ঘটনা ঘটার পর এর কারণ সম্পর্কে কখনো কখনো জানা যায়। কিন্তু প্রতিরোধে কোনো উদ্যোগ নেয় না প্রশাসন। সঙ্গতকারণেই প্রশ্ন উঠে, প্রশাসন কি আগুন লাগার জন্য কিংবা বিস্ফোরণ ঘটার জন্যই অপেক্ষা করে?