মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ Tuesday 27th January 2026

মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২

Tuesday 27th January 2026

প্রচ্ছদ

উন্নয়নের অপর চিত্র নিঃস্ব বুড়িগঙ্গা আর অসহায় রাজ্জাকুলের গল্প

২০২৩-০৩-২২

সৈয়দ সাইফুল আলম

আজ থেকে ২৫-২৬ বছর আগে বন্ধুদের সাথে বুড়িগঙ্গায় মাছ ধরতে এসে জায়গাটার প্রেমে পড়ে যান রাজ্জাকুল। সেই থেকে এখানেই আছেন। অনেকটাই স্বয়ংসম্পূর্ণ ছিলেন তিনি। নিজেই মাছ ধরার ফাঁদ বানাতেন, বর্ষাতে সেগুলো পেতে দিতেন নদীর তীর ধরে। কিন্তু রাজ্জাকুলের ভালোবাসার সেই বুড়িগঙ্গা আর আগের চেহারা নিয়ে নেই। নদীর সংযোগস্থলগুলোকে ভরাট করে ধীরে ধীরে পুরো নদীটাই দখল করা শুরু হয়েছে। এর ফলে পনেরো বিশ বছর হলো নদীটা ভরাট হয়ে যাচ্ছে।