শনিবার ২৫শে মাঘ ১৪৩১ Saturday 8th February 2025

শনিবার ২৫শে মাঘ ১৪৩১

Saturday 8th February 2025

বহুস্বর বৈঠকি

ওই জিনিসটা মনের মধ্যে ছিলো যে সাহস নিয়ে খেলবো

২০২৩-০৪-১১

দৃকনিউজের সাথে ক্রিকেটার আশরাফুলের একান্ত সাক্ষাৎকার

 

মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের এক সময়ের "আশার ফুল"। নক্ষত্রের মত উত্থান ঘটা আশরাফুল হয়ে উঠেছিলেন বাংলাদেশর আশার ফুল। তবে, ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার দায়ে প্রতিভাবান এই ক্রিকেটারের খেলোয়াড়ী জীবন যতটুকু বিকশিত হতে পারতো, তার বহু আগেই সমাপ্ত হয়। বাংলাদেশ ক্রিকেটের নানা ঘটন-অঘটনের সাক্ষী এই মোহাম্মদ আশরাফুলের একান্ত সাক্ষাৎকার নিতে তার বাড়িতে গিয়েছিলো দৃকনিউজ। এই সাক্ষাৎকারে তার ক্রিকেটে আগমন, জাতীয় দলে সুযোগ পাওয়ার পেছনের গল্প, ক্রিকেটের বর্তমান কাঠামোগত সমস্যাসমূহ সহ আরও বিস্তারিত অনেক কিছু উঠে এসেছে। মোহাম্মদ আশরাফুলের মুখেই সেসব কথা শুনে নিন পুরো সাক্ষাৎকার দেখে।

Your Comment