মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ Tuesday 27th January 2026

মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২

Tuesday 27th January 2026

প্রচ্ছদ

“যদি আমরা পরাজিত হই, তাহলে মানবজাতি পরাজিত হবে”

২০২৫-০৯-২৮

দৃকনিউজ প্রতিবেদন

“যদি আমরা পরাজিত হই, তাহলে মানবজাতি পরাজিত হবে”

আন্তর্জাতিক উদ্যোগ ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ এর সহযাত্রী হিসেবে অবরুদ্ধ গাজায় পৌঁছানোর লক্ষ্যে ২৮ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা ছেড়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক, আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলম। ইতালির বন্দর শহর অত্রান্তো থেকে ‘কনশান্স’ নামক জাহাজে চড়ে সমুদ্রপথে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। দৃকের সহকর্মী ও সহযোদ্ধারা শহিদুল আলমকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদায় জানিয়েছেন।

বিদায় জানানোর আগমুহূর্তে ‘Bangladesh Stands with Palestine’ সম্বলিত একটি ব্যানার নিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ‘দৃক’। এসময় আলোকচিত্রী ড.  শহিদুল আলমের সাথে ছিলেন লেখক ও অ্যাক্টিভিস্ট রেহনুমা আহমেদ, সাংবাদিক ও গবেষক ড. সায়দিয়া গুলরুখ, দৃকের জেনারেল ম্যানেজার ও কিউরেটর এএসএম রেজাউর রহমান ও ডেপুটি জিএম মো. কামাল হোসেন ও অন্যান্য সহকর্মীরা। ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্ল্যালেস্টাইন উইল বি ফ্রি’ স্লোগানে মুখরিত হয়ে উঠে বিমানবন্দর।
 

এর আগে শনিবার সংবাদ সম্মেলনে আলোকচিত্রী ও অ্যাক্টিভিস্ট শহিদুল আলম বলেন, “আমি মনে করি বাংলাদেশের সকল মানুষের ভালবাসা আমি সাথে নিয়ে যাচ্ছি। এতে যদি আমরা পরাজিত হই, তাহলে মানবজাতি পরাজিত হবে।”