মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩২ Tuesday 29th July 2025

মঙ্গলবার ১৩ই শ্রাবণ ১৪৩২

Tuesday 29th July 2025

আন্তর্জাতিক দক্ষিণ এশিয়া

মোদির সাম্প্রদায়িক মতাদর্শই গণহত্যাকে প্ররোচিত করেছে

২০২৩-০২-২৮

দীপান্বিতা কিংশুক ঋতি

 

সাংবাদিক এবং ‘নরেন্দ্র মোদি: দ্য ম্যান, দ্য টাইমস’ বইয়ের লেখক নীলাঞ্জন মুখোপাধ্যায় মোদির আজীবনের সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সম্পর্কে বলেন, “ইউরোপীয় ফ্যাসিবাদীদের তৈরি জাতির শ্রেষ্ঠত্বের তত্ত্বে এবং একটা সাধারণ শত্রু তৈরির ধারণায় বিশ্বাসী ছিল আরএসএস।

আরএসএসের জন্য সেই সাধারণ শত্রু ছিলো মুসলিমরা।” গুজরাট গণহত্যার ২১ বছর আজ। গুজরাট গণহত্যা নিয়ে বিবিসির প্রামাণ্যচিত্র অবলম্বন ৪ পর্বের একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে দৃকনিউজ।