শনিবার ২২শে অগ্রহায়ণ ১৪৩২ Saturday 6th December 2025

শনিবার ২২শে অগ্রহায়ণ ১৪৩২

Saturday 6th December 2025

দেশজুড়ে

জুমভূমি রক্ষার আন্দোলন

২০২২-০৯-১০

দৃকনিউজ প্রতিবেদন

     

ভূমিদস্যুদের কবল থেকে বান্দরবানের লামায় ৪০০ একর ভূমি রক্ষার আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ আদিবাসী ছাত্র সংগঠন সমূহ।

 

আদিবাসী ছাত্র নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বান্দরবানের লামায় সরই ইউনিয়নের তিন পাড়াবাসীর ভোগদখলীয় জুমভূমি দখলের পাঁয়তারা চালাচ্ছে ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে একটি কোম্পানি। 

 

সবশেষ গত ৬ সেপ্টেম্বর, এলাকার একমাত্র খাবার পানির উৎস ঝিরিতে বিষ ঢেলে দিয়েছে এই কোম্পানি।  

 

এর প্রতিবাদে রাজধানীর শাহবাগে গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করে আদিবাসী ছাত্র সংগঠনগুলো। একইসাথে গত ৯ সেপ্টেম্বর শুক্রবার লামা রাবার বাগানের সকল ইজারা বাতিল করার দাবিতে শাহবাগে সমাবেশ করেছে ‘লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি’।  

  

আন্দোলনকারীরা জানান, ২০১৭ সাল থেকেই ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ’ এর অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন পাড়াবাসীরা। এরপর থেকেই একের পর এক মিথ্যা মামলারও শিকার হয়েছেন বলে অভিযোগ তাদের।

 

এই পরিস্থিতিতে ভূমিদস্যু হটিয়ে জুমভূমি রক্ষার আন্দোলন জোরদার করার তাগিদ দিয়েছেন আদিবাসী ছাত্র নেতারা।