বুধবার ২৯শে শ্রাবণ ১৪৩২ Wednesday 13th August 2025

বুধবার ২৯শে শ্রাবণ ১৪৩২

Wednesday 13th August 2025

আন্তর্জাতিক দক্ষিণ এশিয়া

পাকিস্তান: সেনাবাহিনী যেভাবে দেশটিকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে

২০২৩-০৫-১৯

তৌফিক হোসাইন মবিন

 

পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রে গত বেশ কয়েক দশক ধরেই আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে সামরিক বাহিনী রয়েছে। নির্বাচিতদের ক্ষমতা থেকে টেনে নামানোর কাহিনীও কম নেই দেশটিতে। কিন্তু ইমরান খানের গ্রেফতারের পর হঠাৎ কেন দেশটি এরকম উত্তাল হয়ে উঠলো? পাকিস্তান রাষ্ট্রের সাথে সামরিক বাহিনীর সম্পর্কের রসায়নটা আসলে কি? এই প্রশ্নগুলোকে ভিত্তি করে দৃকনিউজের পক্ষ থেকে তৈরি এই ভিডিওতে আমরা আমাদের আজকের আলোচনা এগিয়ে নিয়ে যাবো। দেশটির আপাত পরিস্থিতি বোঝার জন্য পুরো ভিডিওটা দেখবেন, পাশাপাশি দৃকনিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করার অনুরোধ রাখছি।

googlekesempatan langka jackpot mjbikin wild gak habis habispertarungan klasik mahjongpola mesin ai pg softkombinasi ampuh mahjong ways 2