মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২
Tuesday 29th July 2025
২০২২-০৬-২০
মিয়ানমারে সেনাবাহিনীর গণহত্যার মুখে ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঢল ।
আলোকচিত্রী | সুমন পাল
সেনা নিপীড়ন থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা একটি পরিবার। অসুস্থ বাবাকে বয়ে এনেছেন দুই ছেলে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী পেরিয়ে বাংলাদেশে আশ্রয়ের খোঁজে বৃদ্ধ মা’কে নিয়ে এসেছেন ছেলে।
মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় ঝড়ের কবলে রোহিঙ্গারা।
১০৩ ডিগ্রী জ্বরে আক্রান্ত সন্তানকে নিয়ে সীমান্ত পেরিয়ে কক্সবাজারের কুতুপালং এ আশ্রয় খুঁজছেন একটি পরিবার।
জীবন বাঁচাতে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর বালুখালী আশ্রয় শিবিরের একাংশ
গত ৫ বছরে দফায় দফায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভার পর ঘরের সরঞ্জাম খুঁজছে একটি শিশু।
গণহত্যার দায়ে মিয়ানমারের সেনাবাহিনীর বিচার ও নাগরিকত্ব নিয়ে জন্মভূমিতে ফেরার দাবিতে ২০১৮ সালে রোহিঙ্গাদের সমাবেশ।
মিয়ানমার থেকে পালিয়ে আসার পর নিশ্চিত খাদ্যের সংস্থান হয়নি। তাই ৩ বছরের পুষ্টিহীন শিশুকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত মা। বালুখালী ক্যাম্প, সেপ্টেম্বর, ২০১৭।
নতুন জীবনের সন্ধানে কক্সবাজার ক্যাম্পে রোহিঙ্গাদের নতুন বসতি। ভাঙা ঘরে নেমেছে সন্ধ্যা, উচ্ছ্বসিত শিশুরা।