মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ Tuesday 27th January 2026

মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২

Tuesday 27th January 2026

দেশজুড়ে

নামসর্বস্ব পত্রিকার সিন্ডিকেট: কীভাবে টিকে আছে? কাদের স্বার্থে?

২০২২-০৪-২৭

দৃকনিউজ প্রতিবেদন

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর- ডিএফপি’র তালিকাভুক্ত নামসর্বস্ব পত্রিকাগুলো সরকারকে ভুয়া তথ্য দিচ্ছে। এসব পত্রিকা নামে জাতীয় দৈনিক বিলি হয় না কোথাও। ডিএফপি’র হিসেবে প্রচারসংখ্যা লক্ষাধিক, অথচ ছাপা হয় ৫০০। মাত্র ৩৬০০ টাকা খরচ করেই ছাপা যায় দৈনিক পত্রিকা। দৃকনিউজ-এর অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। বলা হয়, সংবাদমাধ্যমের দায়িত্ব হচ্ছে সমাজের অনিয়ম ও সংকটগুলো সামনে আনা, এবং জনগণের সামনে সত্য তুলে ধরা। অথচ দেশে প্রকাশিত ও প্রতিষ্ঠিত সংবাদপত্রগুলোরও অবস্থা এমন যে, অধিকাংশই নিজেদের কার্যক্রম সম্বন্ধেই সঠিক তথ্য দেয় না।