‘চা শ্রমিক’ ঐতিহাসিক প্রতারণার শিকার এক জনগোষ্ঠী। ১৯২১ সালের ২০ মে তৎকালীন ব্রিটিশ সরকার নির্যাতন ও গুলি চালিয়ে শত শত শ্রমিককে হত্যা করে। চাঁদপুরের মেঘনা ঘাটে গভীর রাতে ব্রিটিশদের নির্মম হামলার শিকার হন তারা। প্রতিবছর এই দিনটি ‘চা-শ্রমিক দিবস’ হিসেবে পালিত হওয়ার পাশাপাশি বিশেষভাবে ‘মুল্লুক চলো’ আন্দোলন নামেও পরিচিত। ব্রিটিশ ঔপনিবেশিক আমলের ইতিহাসে সবচেয়ে নির্মম ঘটনাটি অনেকটাই অগোচরে রয়ে গেছে। আর শত বছর পরেও দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারেননি চা শ্রমিকরা। ‘মুল্লুক চলো’ আন্দোলনের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি তুলেছেন চা শ্রমিকরা। ভূমির অধিকার ও মজুরি বাড়ানোসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকদের সংগ্রাম আজও চলমান।