নিজ জন্মভূমি মিয়ানমারে নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজার আশ্রয় শিবিরে সমাবেশ করেছেন রোহিঙ্গারা।
'বিশ্ব শরণার্থী দিবস' সামনে রেখে উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবিরে আয়োজিত সমাবেশে অংশ নিয়েছেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা।
সমাবেশে রোহিঙ্গারা বলেন, রোহিঙ্গাদের অধিকার, মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন ও গণহত্যার দায়ে সামরিক জান্তার বিচারের দাবি হারিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে। অন্যদিকে ক্যাম্পেও নিরাপত্তা সংকট বেড়ে চলছে।
এমন পরিস্থিতিতে দ্রুত নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদার সাথে নিজ দেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরার তাগিদ জানিয়েছেন রোহিঙ্গারা।
রোহিঙ্গাদের অধিকার ও নিরাপদ প্রত্যাবাসনে এই ৫ বছরে ঢাকা-নেপিদো দ্বিপাক্ষিক বৈঠকসহ আন্তর্জাতিক মহলে ত্রিপাক্ষিক ও বহুপাক্ষিক নানা বৈঠক হয়েছে। তবে আজও এই সংকট সমাধানে কোনো লক্ষণ দৃশ্যমান হয়নি। এক্ষেত্রে বিশ্ব মানবাধিকার সংস্থা জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের পদক্ষেপ যথেষ্ট নয় বলে মনে করেন, রোহিঙ্গা জনগোষ্ঠি।