বুধবার ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ Wednesday 31st May 2023

বুধবার ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০

Wednesday 31st May 2023

প্রচ্ছদ প্রতিবেদন

সব নির্যাতন সয়ে যান জলদাসেরা

২০২৩-০৩-২১

জাফর মুহাম্মদ

 

জলদাস জনগোষ্ঠী অজস্র অত্যাচারের শিকার। একদিকে জাহাজ থেকে ফেলা তেলের দূষণের কারণে মাছ কমে যাচ্ছে, আরেকদিকে বছরের একটা সময় মাছ ধরার নিষেধাজ্ঞা। ভারত থেকে এসে মাছ নিয়ে যাচ্ছে। আছে জাল কেটে দেয়া, গ্রেফতার। অনাহারে অর্ধাহারে আর উদ্বেগে কাটছে জেলে সম্প্রদায়ের দিন।